২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি : বাংলা

-

সুুপ্রিয় ২০২৪ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা’ বিষয় থেকে ১৬টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : সঠিক উত্তরটি লিখ।
১. ‘বিপরীত শব্দ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্বেব খ. অর্থতত্ত্বেব
গ. ধ্বনিতত্ত্বে ঘ. বাক্যতত্ত্বেব
উত্তর : খ. অর্থতত্ত্বেব।
২. ‘যতি বা ছেদ চিহ্ন’ এর অপর নাম কী?
ক. বিরাম চিহ্ন খ. প্রশ্ন চিহ্ন
গ. দাঁড়ি চিহ্ন ঘ. বিস্ময় চিহ্ন
উত্তর : ক. বিরাম চিহ্ন।
৩. ‘সম্বোধন’ পদের পর কী বসে?
ক. হাইফেন খ. দাঁড়ি
গ. কমা ঘ. বিস্ময়
উত্তর : গ. কমা।
৪. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
ক. ৫টি খ. ৭টি
গ. ৯টি ঘ. ১২টি
উত্তর : গ. ৯টি।
৫. ‘মুখ্য’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক. সাহসী খ. মূর্খ
গ. গৌণ ঘ. জিত
উত্তর : গ. গৌণ।
প্রশ্ন : নিম্নে প্রদত্ত শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লিখ।
জ্ঞানী, খাঁটি, কুৎসিত, ভীরু, ঐহিক
উত্তর : শব্দার্থ বিপরীত শব্দ
জ্ঞানী মূর্খ
খাঁটি ভেজাল
কুৎসিত সুন্দর
ভীরু সাহসী
ঐহিক পারত্রিক
প্রশ্ন : সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।
ক। বাংলা সাহিত্যে ‘যতি বা ছেদ চিহ্ন’ প্রথম ব্যবহার করেন কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
খ। ‘বাঁচতে দাও’ কবিতাটি কোনো বই থেকে নেওয়া হয়েছে?
উত্তর : রঙ ধনুর সাঁকো।
গ। ‘গোলাপ ফোটে খুকির হাতে’ - এই কাব্যটি কার লেখা?
উত্তর : শামসুর রাহমান।
ঘ। ‘দৈনিক বাংলা’ পত্রিকাটির সম্পাদক কে?
উত্তর : শামসুর রাহমান।
ঙ। রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম প্রকাশিত গল্পটির নাম কী?
উত্তর : পিপাসা।
প্রশ্ন : ভাবসম্প্রসারণ লিখ : ‘পুষ্প আপনার জন্য ফোটে না’
উত্তর : নিজে করো।


আরো সংবাদ



premium cement